নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে এক চিহ্নিত মাদক কারবারিকে ৩৬ পিস ইয়াবা, একটি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (২২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ।
এর আগে, মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নানুপুর গ্রামের শহীদ উল্লার নতুন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ফয়েজ আহমেদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত। সম্প্রতি মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে সে অবৈধভাবে একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলি সংগ্রহ করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসি ও র্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং ৩৬ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, “গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।”