সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা)
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাগুরা-২ (শালিখা-মহম্মদপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলের মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে এক বিশাল গণমিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে মহম্মদপুরের ধোয়াইল স্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ রওশন মার্কেট চত্বরে এসে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. গোলাম আযম সাবু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. আকতারুজ্জামান আক্তার, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল সাহেবের, তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির এই শোডাউন আসন্ন জাতীয় নির্বাচনে দলটির সক্রিয় অংশগ্রহণ ও মাঠপর্যায়ে সংগঠনের শক্তিশালী অবস্থানকে নির্দেশ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.