Nabadhara
ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তাবলীগ মানুষকে নৈতিকতার পথে ফিরিয়ে সুশীল সমাজ গড়তে সহায়তা করে’ তেরখাদায়–হেলাল

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
অক্টোবর ২২, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, “তাবলীগ এমন একটি দাওয়াতি আন্দোলন যা মানুষকে আল্লাহর পথে আহ্বান জানায়, সমাজে নৈতিকতা, শান্তি ও সৌহার্দ্যের বন্ধন তৈরি করে এবং একটি সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

বুধবার (২২ অক্টোবর) দুপুরে খুলনার তেরখাদা উপজেলা সদরের মারকাজ মসজিদে অনুষ্ঠিত তাবলীগের জোড়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “তাবলীগের দাওয়াত ও মেহনত যদি মানুষের জীবনে প্রতিফলিত হয়, তবে সমাজ অন্যায়, অবিচার ও অত্যাচার থেকে মুক্তি পেতে পারে। এটি মানুষকে আত্মশুদ্ধি ও পরিবর্তনের শিক্ষা দেয়। যুগে যুগে তাবলীগ সমাজ ও মানবতার কল্যাণে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে।”

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, মারকাজ জামের মসজিদের সভাপতি সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, বিএনপি নেতা মাহবুবুর রহমান মোল্যা, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, বিল্লাল হোসেন, শেখ আজিজুর রহমান আজিবার, ফেরদৌস মেম্বার, এস কে নাসির আহমেদ, পলাশ শেখ, সাইফুল ইসলাম মোড়ল, খান গিয়াস উদ্দিন, শেখ রাজু আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহাগ মুন্সী, জামাল বিশ্বাস, কৃষকদলের সদস্য সচিব সাবু মোল্যা, আলমগীর শেখ, ওলামা দলের সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল লতিফ মোলা, রাজু বিল্লাহসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তাবলীগের জোড় শেষে কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল তেরখাদা ইউনিয়নের পূর্বপাড়ায় উপজেলা মহিলা দলের আয়োজিত উঠান বৈঠকে অংশ নেন। উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনুর বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফাতেমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে তিনি বলেন, “নারীরাই পারে একটি সংগঠনকে উজ্জীবিত করতে। দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে শক্তিশালী করতে নারীদের ভূমিকা অপরিসীম।”

তিনি আরও যোগ করেন, “সংগঠনকে রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরিয়ে আনতে হলে মাঠে থেকে কাজ করতে হবে। গ্রাম থেকে তৃণমূল পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। দেশের মানুষের মুক্তির দায়িত্ব বিএনপিকেই নিতে হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।