জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে “এ্যাডভোকেসি, নেটওয়ার্কিং ও সহযোগিতা সভা”। বুধবার (২২ অক্টোবর) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে ইএসডিও (ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) ও মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস-এর যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইএসডিও’র প্রোগ্রাম ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এফ এম মান্নান কবির এবং জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম।
এছাড়া অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ, কৃষিবিদ কৃষ্ণা রানী মণ্ডল, কৃষিবিদ মোঃ জামাল উদ্দিন, কৃষি প্রকৌশলী মোঃ হারুন-অর-রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং প্রকল্পের উপকারভোগীরা সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি বিভাগ, উন্নয়ন সংস্থা ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।
তাঁরা ইএসডিও বাস্তবায়িত প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আন্তঃবিভাগীয় সহযোগিতা জোরদারের আশ্বাস দেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সভা ও উদ্যোগের মাধ্যমে দুর্যোগ সহনশীল, টেকসই কৃষি ও গ্রামীণ জীবিকা নিশ্চিত করা সম্ভব হবে।
সভায় প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.