ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস ও নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা কমিটির নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়, যা পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা পরিষদে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের আয়োজন করে ধামরাই উপজেলা প্রশাসন।
আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি ও অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের যানচালনা বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা কমিটির সভাপতি নাহিদ মিয়া বলেন, “দীর্ঘ ২৪ বছর আন্দোলনের পর ২০১৭ সাল থেকে সরকারিভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে। এবছর এটি নবমবার পালিত হলো। আমরা শুধু র্যালি ও আলোচনা সভাই নয়, গণপরিবহন, চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক প্রচারণাও চালাচ্ছি।”
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামনুন আহমেদ অনীক বলেন, “নিরাপদ সড়ক প্রতিটি মানুষের মৌলিক অধিকার। এর জন্য প্রশাসন, পরিবহনকর্মী ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সাভার হাইওয়ে থানার ওসি ছালেহ আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.