বাধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপী উপজেলার ঝাউগড়া সরকারি কলেজ মাঠে “রক্তের বন্ধন ঝাউগড়া শাখা” এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্তের বন্ধন ঝাউগড়া শাখার সভাপতি সুলায়মান কবির সেলিম। প্রধান অতিথি ছিলেন ঝাউগড়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তের বন্ধনের প্রচার ও জনসংযোগ সম্পাদক মুত্তাছিম বিল্লাহ, রক্তের বন্ধন ঝাউগড়া শাখার সাবেক সভাপতি আনোয়ার হোসাইনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, নিয়মিত রক্তদান শরীর ও মন—দু’টোই সুস্থ রাখে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি প্রতি চার মাস পরপর রক্তদান করে, তবে তার শরীরের পুরোনো রক্তকণিকা প্রতিস্থাপিত হয়ে নতুন রক্ত তৈরি হয়। সেই সঙ্গে এই দান অন্যের প্রাণ বাঁচাতে সহায়তা করে। বক্তারা আরও জানান, বাংলাদেশে বছরে প্রায় ২০ লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন হয়, কিন্তু নিয়মিত রক্তদাতা না থাকার কারণে অনেক রোগী রক্তের অভাবে প্রাণ হারান। তাই ১৮ থেকে ৫০ বছর বয়সীদের নিয়মিত রক্তদানের আহ্বান জানান তারা।
দিনব্যাপী কর্মসূচিতে কলেজের শিক্ষার্থীসহ এলাকার প্রায় ৪০০ জনের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন —
সহসভাপতি মোবারক হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আলীউল্লাহ হাসান আরিফ ও সোহাগ রানা, দপ্তর সম্পাদক আবু ইউসুফ আলী, প্রচার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক রহমতুল্লাহ রতন, কার্যনির্বাহী সদস্য আলিম হোসাইন, সাবেক কোষাধ্যক্ষ নাজমুল হোসাইন নাইম, এম্বাসেডর সেলিম রাজ, শামীম হোসাইন, মিরাফ হোসাইন, হৃদয় হাসান, রাশেদ হোসাইনসহ অন্যান্য সদস্যরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.