শান্ত বণিক, নরসিংদী
গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে এবং তরুণ প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করতে নরসিংদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। “তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আগামী শনিবার (২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বাংলা) বেলা ২টায় এ প্রতিযোগিতা শুরু হবে।
নৌকা বাইচটি অনুষ্ঠিত হবে নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বেঙ্গল ঘাট থেকে শুরু হয়ে নজরপুর ইউনিয়নের নাগরিয়াকান্দি ব্রিজ সংলগ্ন মেঘনা নদীতে।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন বলেন, “নৌকা বাইচ আমাদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। তারুণ্যের উৎসব উপলক্ষে এ আয়োজনের মাধ্যমে আমরা তরুণ প্রজন্মের মাঝে গ্রামীণ ঐতিহ্যের চেতনা ছড়িয়ে দিতে চাই।”
নরসিংদী জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.