নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সরকারি ব্রিজ নির্মাণে ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এলজিইডির ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের তেল্লারঘাট সংলগ্ন ছোট ফেনী নদী এলাকায় এ অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।
দণ্ডপ্রাপ্তরা হলেন এলজিইডির ঠিকাদারি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সহকারী প্রজেক্ট ম্যানেজার নুর নবী (৩৮) এবং সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল (৩২)।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে ছোট ফেনী নদীর ওপর নির্মাণাধীন তেল্লারঘাট-দনিপাড়া সংযোগ ব্রিজের কাজ পায় স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এরপর চরহাজারী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আসিফ ইকবাল সুমন এবং ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক শেখ ফরিদ দুলালের সহযোগিতায় স্থানীয় শ্রমিকদের মাধ্যমে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে অবৈধ বালু উত্তোলনের প্রমাণ মেলে এবং তাৎক্ষণিকভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানের সহকারী প্রজেক্ট ম্যানেজার নুর নবী ও সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুলকে আটক করা হয়। পরে আদালত তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় দেড় কিলোমিটার পাইপ ধ্বংস করা হয় এবং একটি ইঞ্জিন জব্দ করা হয়।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য আসিফ ইকবাল সুমন ও যুবদল নেতা শেখ ফরিদ দুলাল অভিযোগ অস্বীকার করে বলেন, “এ বিষয়ে আমরা কিছুই জানি না।”
অভিযানে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, কোম্পানীগঞ্জ থানা পুলিশ এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.