মনিরামপুর(যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার বিজয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক লিলি রানী দত্তের অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয়ে অত্যন্ত ভাবগম্ভীর্য ও আড়ম্বরপূর্ণ পরিবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন সবুজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবু মুত্তালেব আলম। বিদায়ী শিক্ষক লিলি রানী দত্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর মহিলা কলেজের সহকারি অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক জিএম মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, শিক্ষক নেতা শাকিল আলম, শিক্ষক সামছুন্নাহার, শিক্ষক লতিকা দাস, আবুল কাশেম, বিশিষ্ট সমাজসেবক রতন দাসসহ আরো অনেকে।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক লিলি রানী দত্ত তাঁর দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন।
এসময় বক্তারা শিক্ষকতা জীবনে লিলি রানী দত্তের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। প্রধান শিক্ষক স্বপ্না রানী তাঁর বক্তব্যে বিদায়ী শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রেন বিদায়ী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষককে বিদ্যালয় ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক, মানপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়।