স্টাফ রিপোর্টার, চিতলমারী:
বাগেরহাটের চিতলমারীতে সীমানার গাছ নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার ভোর ৬ টায় সদর ইউনিয়নের পুরাতন কালশিরা গ্রামে এ সংঘর্ষ হয়। আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদেরমধ্যে দুইজনকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার পুরাতন কালশিরা গ্রামের বিবেক কিত্তুর্নীয়া ও কৃষ্ণ মন্ডলের সাথে সীমানার একটি শিরিশ গাছকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার ভোরে এই গাছ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে বিবেক কিত্তুর্নীয়া (৬৫), তার ছেলে বিপ্লব কিত্তুর্নীয়া (২১), অপূর্ব কিত্তুর্নীয়া (১৪), প্রতিবেশী পলাশ ঢালী (২১) ও কৃষ্ণ মন্ডলের ছেলে আকাশ মন্ডল (১৮) আহত হয়েছে।
আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বিবেক কিত্তুর্নীয়া ও আকাশ মন্ডলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
বিবেক কিত্তুর্নীয়ার ছেলে আহত বিপ্লব বলেন, ওই গাছ আমার বাবার লাগানো। ওটা আগে আমাদের সীমানায় ছিল। ভোরে কৃষ্ণ মন্ডল ও রমেন মন্ডল ওই গাছের কাটা ডালপালা আমাদের বাড়িতে নিতে আসে। তাদের বাধা দিতে গেলে আমদের ওপর হামলা করে রক্তাক্ত জখম করে।
অপর পক্ষ কৃষ্ণ মন্ডল মুঠোফোনে বলেন, ওই গাছ আমার পিতার লাগানো। বর্তমান ওটি আমার সীমানায়। সালিশদারদের রায়ে আমি পেয়েছি। ওই গাছের ডাল আনতে গেলে ওরা আমার ছেলেকে নির্মমভাবে পিটিয়েছে।
এ ব্যাপারে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরীফুল হক মোবাইল ফোনে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। কোন পক্ষই লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.