নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ১০ মামলার আসামি ঘাড়কাটা আরিফকে ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নরসিংদী জেলা পুলিশের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম এর কঠোর নির্দেশনায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে নরসিংদী শহরের শিববাগ মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আরিফ (৩৮), পিতা মৃত শহিদ, সাং উত্তর নাগরিয়াকান্দি, থানাঃ নরসিংদী সদর, জেলা নরসিংদী। তার বিরুদ্ধে পূর্বে ১০টি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, ঘাড়কাটা আরিফ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।