সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে অবস্থিত ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন ‘যমুনা উপজেলা’ গঠনের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে মনসুরনগর ইউনিয়নে এবং বিকেল ৩টায় তেকানি ও নিশ্চিন্তপুর ইউনিয়নে এ গণসংযোগে অংশ নেন যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ। চরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি ধীরে ধীরে গণজাগরণে রূপ নিচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।
গণসংযোগে পৃথকভাবে অংশ নেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম শাকিল, প্রকৌশলী সোহাগ রানা, প্রকৌশলী সুমন মিয়া, সাংবাদিক ও কবি শহিদুল ইসলাম নিরব, সিটেট পরিচালক জহুরুল ইসলাম, প্রকৌশলী সাইফুল্লাহ গালিব, এবং শিক্ষক প্রতিনিধি আবু সালেহ প্রমুখ।
এ সময় এলাকার তরুণ ও প্রবীণ নাগরিকরাও গণসংযোগে যোগ দেন।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের অবহেলা ও মৌলিক অধিকার বঞ্চনার চিত্র তুলে ধরে বলেন, এই বঞ্চনার অবসান ঘটাতে ছয়টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা উপজেলা’ গঠনের দাবি এখন সময়ের দাবি।

