সুজন মজুমদার, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে রামপালে সামাজিক অবক্ষয়রোধে শিক্ষকদের ভূমিকা শীর্ষক বিষয়ে গুরুত্বারোপ করেছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার গিলাতলা মাধ্যমিক বিদ্যালয় এই সভার সভাপতিত্ব করেন বাঁশতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারদার ফিরোজ আহমেদ। সন্ন্যাসী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সন্তোষ কুমার পালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন মল্লিকের বেড় আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র শিউলি, ছোটো সন্ন্যাসী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ মন্ডল, গফুর মেমোরিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনয় ডাকুয়া, পেড়িখালি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার শিকদার, চন্ডীতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাসিন হাওলাদার, সন্ন্যাসী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক তুষার কান্তি মৃধা, সহকারী শিক্ষক মোসা: শামীম আরা শিপ্রা, ইসমত আরা, তালুকদার তায়েব আলী, নিগার সুলতানা প্রমুখ।
গুরুত্বারোপ আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ছোট বেলায় পরিবারের কাছ থেকে শিখেছি মিথ্যা বলা মহা পাপ। মিথ্যা সকল পাপের জননী। তাই একটা সময় ছিল মিথ্যা বলতে বাচ্চারা ভয় পেত। কারণ, পারিবারিক নৈতিক শিক্ষা চর্চা ও গুরুত্ব ছিল। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় আজ সবকিছুরই পরিবর্তন হয়ে গেছে।
আজকাল ছোট বাচ্চারাও মিথ্যা কথা গুছিয়ে বললে বলা হয় স্মার্টনেস। অতএব, আমরা নিশ্চিত পারিবারিক নৈতিক শিক্ষা আজ হ্রাস পেয়েছে। ফলে দিনদিন তথা কথিত আধুনিকতায় হারিয়ে যাচ্ছে আমাদের নৈতিকতা ও দায়িত্বশীলতা। আমরা সবাই জানি নৈতিক শিক্ষা ছাড়া সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব নয়। সামাজিক অবক্ষয় থেকে আমাদেরকে বের হয়ে আসতে হলে সমাজের প্রত্যেকের অবস্থান থেকে নৈতিকতার বিষয়ে অধিক গুরুত্বারোপসহ সঠিকভাবে দায়িত্ব পালনের বিকল্প নেই।
তিনি আরো বলেন, বাবা-মা সন্তানকে জন্ম দেন ঠিকই কিন্তু তাকে সত্যিকার মানুষ হিসাবে গড়ে তোলেন তার শিক্ষকগণ। এজন্য মনুষ্য সমাজে শিক্ষাগুরুর সম্মান সবার ঊর্ধ্বে। যে সমাজে শিক্ষকের সম্মান নেই সেই সমাজকে আর যা-ই হোক মনুষ্য সমাজ বলা যায় না।

