শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ২০২৫-কে কেন্দ্র করে এবার আয়োজন করা হচ্ছে এক ভিন্নধর্মী প্রতিযোগিতা- সেরা কন্টেন্ট (ডকুমেন্টারি) তৈরি প্রতিযোগিতা।
নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে আগামীকাল শনিবার বিকেলে নাগরিয়াকান্দি ব্রিজ এলাকায় অনুষ্ঠিত হবে এ বছরের নৌকাবাইচ প্রতিযোগিতা। নদীমাতৃক নরসিংদীর সংস্কৃতি, লোকজ ঐতিহ্য ও গ্রামীণ উচ্ছ্বাসকে ঘিরে ইতোমধ্যে জেলায় সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।
এই প্রাণচাঞ্চল্য ও ঐতিহ্যকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসন নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ—নৌকাবাইচকে কেন্দ্র করে “সেরা কন্টেন্ট (ডকুমেন্টারি) তৈরি প্রতিযোগিতা”। এতে অংশ নিতে পারবেন নরসিংদীর তরুণ কন্টেন্ট নির্মাতা, চলচ্চিত্রপ্রেমী ও সৃজনশীল ব্যক্তিরা।
অংশগ্রহণকারীরা তাদের নিজস্ব দৃষ্টিতে নৌকাবাইচের সৌন্দর্য, মানুষের উচ্ছ্বাস, নৌকার ছন্দ, নদীর ঢেউ ও স্থানীয় সংস্কৃতির আবহ তুলে ধরতে পারবেন ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নরসিংদী পৌরসভার প্রশাসক মো. মনোয়ার হোসেন জানিয়েছেন— সেরা কন্টেন্ট নির্মাতাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। পাশাপাশি নির্বাচিত ডকুমেন্টারিগুলো জেলা প্রশাসনের উদ্যোগে প্রচার ও প্রদর্শনের ব্যবস্থা করা হবে, যাতে নরসিংদীর এই ঐতিহ্য দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরেও পৌঁছে যেতে পারে।
তিনি আরও জানান, দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত নরসিংদীবাসীসহ দেশের বাইরে থাকা কন্টেন্ট নির্মাতারাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

