কোটালীপাড়া প্রতিনিধি
গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর (কোটালীপাড়া- টুঙ্গিপাড়া) ৩ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক রেজাউল করিম বলেছেন, আমাদের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। এই দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায় ও ইনসাফের প্রতিক। অর্থাৎ দাঁড়িপাল্লা দিয়ে মেপে যেমন কাউকে ওজনে কম দেওয়া যায় না। তেমনি কাউকে কারো অধিকার থেকে বঞ্চিত করা হবে না।
এই প্রতীকের উদ্দেশ্য হচ্ছে যার যার অধিকার তাকে সেভাবে দেওয়া।আমাদের সমাজে হিন্দু-খ্রিস্টান বৈদ্য মোসলমান আমরা সকল জাতি অত্যন্ত আমরা সুন্দর সম্প্রীতি ভাবে মিলেমিশে বসবাস করছি। স্বাধীন যার যার ধর্ম আমরা সংখ্যা মুক্ত ভাবে পালন করছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দেশটাকে একটি আদর্শ কল্যাণ মূলক ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। যেখানে গরীব দুঃখী নির্যাতিত অসহায় আবাল বৃদ্ধ মানুষ তাদের যার যার অধিকার আছে অধিকার গুলো ফিরে পাবে।
আজ শুক্রবার(২৪ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটালীপাড়া শাখার আয়োজনে ঘাঘর বাজার কাঠ পট্টি জামায়াতে ইসলামী কোটালীপাড়া উপজেলা কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, চিন্তা করছি এখন থেক নিয়মিত ভাবে আপনাদের সাথে বসবো। এবং আহ্বান করছি আমাদের আহ্বান পেলে দাওয়াত পেলে উপস্থিত হবেন। আজকেও যেমন আপনারা উপস্থিত হয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ থাকব খুশি হব। আপনাদের সাথে আমাদের একটা চমৎকার হৃদ্রতা পূর্ণ সম্পর্ক হয়ে উঠবে। আপনারা উন্নয়নের পাশে থাকবেন। সত্যকে তুলে ধরবেন।
আপনাদের পাশে আমরা আছি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটালীপাড়া উপজেলা শাখার আমীর সোলায়মান গাজীর
সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সেক্রেটারি আল মাসুদ খান,কোটালীপাড়া শাখার নায়েবে আমীর মিজানুর রহমান সেকেন্দার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসুদ বক্তব্য রাখেন।

