নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
কচুয়ায় “তরুণ-তরুণীদের সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা ও সুস্থতা শক্তিশালীকরণ” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে BAPSA–HDRC কনসোর্টিয়াম, ইউনিসেফ বাংলাদেশ-এর সহযোগিতায়। অনুষ্ঠানে প্রকল্পের ফোকাল পার্সন শামীমা চৌধুরী সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় কুমার দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মানিক অধিকারী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আকবর হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাসিবুর রহমান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক শেখ মনিরুজ্জামান, গার্লস গাইড অ্যাসোসিয়েশনের কচুয়া উপজেলা শাখার কমিশনার শিক্ষক হোসনেয়ারা খাতুন, প্রকল্পের বাগেরহাট জেলা সমন্বয়ক মো. মোশাররফ হোসেন, স্কাউট ও গার্লস গাইড অ্যাসোসিয়েশনের সদস্য, কিশোর-কিশোরী ক্লাব এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্ম সমাজে ইতিবাচক পরিবর্তনের মূল চালিকাশক্তি। তাদের সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে যৌন ও প্রজনন স্বাস্থ্য (SRH) বিষয়ে সচেতনতা বৃদ্ধি, কিশোরবান্ধব সেবা উন্নয়ন এবং সেবা প্রদানকারীদের সক্ষমতা বৃদ্ধি সম্ভব।
কর্মশালায় কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বের ওপরও জোর দেওয়া হয়।

