গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে শাকিল আহমেদ ফয়সাল (১৯) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার ভেন্নাবাড়ি ও পাথালিয়া রেললাইনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোবরা স্টেশন থেকে রাজশাহীগামী আন্তনগর ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি ছাড়ার পরই এ ঘটনা ঘটে।
নিহত শাকিল আহমেদ ফয়সাল সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের প্রবাসী কামাল শেখের ছেলে। তিনি এ বছর গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।
গোবরা রেলস্টেশন ম্যানেজার রত্না বেদ্য জানান, “আজ শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে চরপাথালিয়া এলাকায় রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ছাত্রের মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

