Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ঢাকা বিভাগীয় সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ অনুষ্ঠিত

রাকিব চৌধুরী, নবধারা
অক্টোবর ২৪, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

রাকিব চৌধুরী, নবধারা

প্রেসিডেন্ট রোভার স্কাউটস অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে গোপালগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিভাগীয় সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ।

শুক্রবার (২৪ অক্টোবর) গোপালগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে দিনব্যাপী এ ওয়ার্কশপের আয়োজন করা হয়।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সোহেল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়ার্কশপের উদ্বোধন করেন।

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উদ্যোগে ও রোভার স্কাউটস গোপালগঞ্জ জেলার ব্যবস্থাপনায় আয়োজিত এ ওয়ার্কশপে ঢাকা বিভাগের ১৩টি জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে একশ’ জন সিনিয়র রোভার মেট অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস।

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সভাপতি প্রফেসর ড. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. আবুল খায়ের, এলটি ও পরিচালক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল; গোপালগঞ্জ রোভার কমিশনার প্রফেসর মাসুদ আহমেদ; গোপালগঞ্জ জেলা রোভার সম্পাদক জুবাইর আল-মাহমুদ; কোষাধ্যক্ষ শুকলাল বিশ্বাস এবং জেলা রোভারের যুগ্ম সম্পাদক রাজু সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ওয়ার্কশপে বক্তারা তরুণ প্রজন্মকে সমাজ উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত করা ও নেতৃত্বগুণ বিকাশে রোভার স্কাউট আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতায় উজ্জীবিত করবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।