বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
সিলেট বিভাগের শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হওয়ার পর পুরস্কার গ্রহণ করেছেন কুলাউড়া উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন।
শনিবার (২৫ অক্টোবর) সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজাউন নবী শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাবেক এসিল্যান্ড শাহ জহুরুল হোসেনকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কার তুলে দেন।
বর্তমানে শাহ জহুরুল হোসেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
এর আগে গত ৯ অক্টোবর সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে সিলেট বিভাগে ভূমিসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেনকে মনোনীত করা হয়।
পুুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় বকশীগঞ্জ ইউএনও শাহ জহুরুল হোসেন জানান, আমি মানুষের জন্য সেবার ব্রত নিয়ে প্রশাসনে যোগ দিয়েছি। অসংখ্য মানুষ ভূমি জটিলতার মধ্যে রয়েছে। আমি চেষ্টা করেছি মানুষ যেন আমার কাছে সেবা নিতে এসে হয়রানির শিকার না হয়। সেলক্ষ্য নিয়েই সেবা গ্রহিতাদের সেবা প্রদান করেছি। তারই স্বীকৃতি স্বরূপ সিলেটের বিভাগীয় কমিশনার স্যার আমাকে শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে প্রদান করেছেন। আগামী দিনেও আমার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে যাবো। এজন্য তিনি বকশীগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেন।

