সিলেট প্রতিনিধি
সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, সিলেট নগরে চলাচলকারী সিএনজি অটোরিকশার সামনে ও পেছনে গ্রিল লাগানো বাধ্যতামূলক করতে হবে এবং সিএনজিতে সর্বোচ্চ ০৩ জন যাত্রী বহন করতে পারবে।
শনিবার সকালে সিলেট মহানগর এলাকায় সিএনজি চালিত থ্রি হুইলার যানবাহন এবং প্যাডেল চালিত রিক্সার ভাড়া নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এমনটি বলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনারের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কমিশনার রাজনীতিবিদ, সাংবাদিক প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যবৃন্দের সাথে সিলেট নগরবাসীর সুবিধার্থে সিএনজি ও রিকশার যৌক্তিক ভাড়া নির্ধারণ করার লক্ষ্যে আলোচনা করেন।
এসময় কমিশনার বলেন, নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ভাড়ার বিষয়টি বাস্তবসম্মতভাবে নির্ধারণ করা হবে, যাতে চালক ও যাত্রী—উভয় পক্ষেরই স্বার্থ রক্ষা হয়।
তিনি আরও বলেন,বর্তমানে সিএনজি যানবাহনে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি সিএনজির সামনে ও পেছনে গ্রিল লাগানো বাধ্যতামূলক করতে হবে এবং সিএনজিতে সর্বোচ্চ ৩ জন যাত্রী বহন করতে পারবে। আমরা চাই এই অনিয়মগুলো দূর করে নগরবাসীকে স্বস্তি দিতে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.