Nabadhara
ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও ভ্যান যোগে মিছিল

স্টাফ রিপোর্টার,নড়াইল
অক্টোবর ২৫, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,নড়াইল

নড়াইলের লোহাগড়ায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ভ্যান র‌্যালী ও মিছিল করেছে এনপিপির শ্রমিক শাখার উদ্যোগে শনিবার (২৫অক্টোবর) বিকালে লোহাগড়া কুন্দশী চৌরাস্তা এলাকা থেকে প্রায় ৫ শতাধিক ভ্যানের একটি মিছিল বের হয়ে নড়াইল সদর উপজেলার চৌগাছা বাস ষ্ট্যান্ডে সমাবেশ করে। পরে র‌্যালীটি এড়েন্দা বাজার,লক্ষীপাশা বাজার ও লোহাগড়া বাজার ঘুরে কুন্দশী এলাকায় এসে শেষ হয়। বিশাল এই ভ্যান র‌্যালীতে নেতৃত্ব দেন ন্যাশনাল পিপলস্ পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী ড. ফরিদুজ্জামান ফরহাদ।

এ সময় উপস্থিত ছিলেন,এনপিপির নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, লোহাগড়া উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক বদিয়ার রহমান,শ্রমিক শাখার নেতা তরিকুল ইসলাম,মহিলা দলের নেত্রী ববিতা খানম,রহিমা খানমসহ প্রমূখ।

ভ্যান র‌্যালী শেষে এক সমাবেশে এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন,২০১৮ সালে আমি নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমি আমার নিজের ভোট দিতে পারিনি। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমি ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী। এ বিষয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে নড়াইল-২ আসনে কাজ করতে বলেছেন,তারই ধারাবাহিকতায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আজকের এই ভ্যান র‌্যালী ও মিছিল করেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।