প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ৫:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৮, ২০২১, ৫:১২ অপরাহ্ণ
কোটালীপাড়ায় অবৈধ ভাবে বালু উত্তোলন করায় বিএনপি নেতার ৫০হাজার টাকা জরিমানা

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অবৈধ ভাবে বালু উত্তোলন করায় বিএনপি নেতা আবুল বাশার হাওলাদার বাচ্চুকে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ এ জরিমানা করেন।
আবুল বাশার হাওলাদার বাচ্চু উপজেলার চিতশী গ্রামের মৃত আব্দুল বারেক হাওলাদারের ছেলে ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ বলেন, গত কয়েকদিন ধরে আবুল বাশার হাওলাদার বাচ্চু চিতশী গ্রামের একটি পুকুর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.