জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলা স্কাউট পরিবারে নতুন সংযোজন হিসেবে উদ্বোধন করা হয়েছে “১০৩ নং কাজী মোখলেছার রহমান মুক্ত স্কাউট গ্রুপ”। একই দিনে দিনব্যাপী ডে ক্যাম্পও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান। তিনি কাজী মোখলেছার রহমান মুক্ত স্কাউট গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন,
“কালাই উপজেলায় আসার পর অনেক শিক্ষক ও স্কাউটার মুক্ত স্কাউট গ্রুপ সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। যাদের স্কাউটের প্রতি আগ্রহ আছে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার সুযোগ নেই—তাদের জন্য এই মুক্ত স্কাউট গ্রুপ একটি চমৎকার উদ্যোগ। একই সঙ্গে এটি কালাইয়ের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব মরহুম কাজী মোখলেছার রহমান স্যারের স্মৃতিকে ধারণ করবে।”
শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত ডে ক্যাম্পে উপজেলার প্রায় ৮০ জন মুক্ত স্কাউট সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে মুক্ত স্কাউট গ্রুপের সদস্যদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটের সদস্য শাপলা পারভিন, মোহাম্মদ আলী জিন্নাহসহ স্থানীয় স্কাউট নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.