সাতক্ষীরা প্রতিনিধি
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে এক তরুণী উদ্ধার হয়েছে। এসময় আটক হয়েছে দুই পাচারকারী।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যার দিকে সাতক্ষীরা সদরের বাশদহা ইউনিয়নের কুলিয়াডাঙ্গা নামক স্থান হতে ওই তরুণীকে উদ্ধার করে বিজিবি।
উদ্ধারকৃত তরুণীর নাম সেতু আক্তার (২৩), তার পিতার নাম জিয়া শেখ, গ্রাম-দাশেরডাঙ্গা, ডাকঘর-লক্ষ্মীপাশা, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল।
আটক পাচারকারীদের নাম মোঃ আবুল কালাম (৭৪)। পিতার নাম মৃত আব্দুল খালেক ও তার পুত্র ইমরান হোসেন (২৩) গ্রাম-কুলিয়াডাঙ্গা, ডাকঘর-বাঁশদহা, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মানবপাচারকারী আবুল কালাম ও তার পুত্র ইমরান হোসেনসহ মানবপাচার চক্রের আরো ১৫ জন পলাতক আসামীর সহায়তায় সেতু আক্তারকে ভারতে পাচার উদ্দেশ্যে সীমান্তে নিয়ে যায়।কিন্তু বিজিবির কঠোর নজরদারী ও টহল তৎপরতায় তারা পাচার করতে না পেরে সুযোগের অপেক্ষায় সেতুকে তাদের বাড়িতে এনে রাখে।
তিনি বলেন, এবিষয়ে আটক মানব পাচারকারী দুজন ও আরো জড়িত পলাতক ১৫ জন আসামীর নাম উল্লেখ করে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.