Nabadhara
ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে অসহায়দের মাঝে উপহার বিতরণ

পঞ্চগড় জেলা প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে লিফাত ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ, এতিম, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে ড. আবেদা হাফিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের রংপুর জোনের ব্যবস্থাপক ডা. নজরুল ইসলাম শাহিন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজ শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ডা. কানিজ ফাতেমা কনা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুজ্জামান বিপ্লব, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস শহীদ বাবু, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দ বানু মুক্তি, সহ-সভাপতি ও কলেজের সহযোগী অধ্যাপক জেবুন্নাহার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নওশাদ জমির বলেন, “প্রতিবন্ধীরা সমাজের জন্য বোঝা নয়, তারাও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হবে।” তিনি দেশি-বিদেশি কয়েকজন সফল প্রতিবন্ধীর জীবনকাহিনি তুলে ধরে পঞ্চগড়ের প্রতিবন্ধীদের জন্য ‘মডেল কর্মসূচি’ গ্রহণের ঘোষণা দেন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

অনুষ্ঠানে পৌর এলাকার প্রায় দুই শতাধিক প্রতিবন্ধীর মাঝে চাল, ডাল, লবণ, তেল, চিনি ও পেঁয়াজসহ খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।