Nabadhara
ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মেঘনা নদীতে ঐতিহ্যের ঝলক: নরসিংদীতে জমজমাট নৌকা বাইচ প্রতিযোগিতা

শান্ত বণিক, নরসিংদী
অক্টোবর ২৫, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

শান্ত বণিক, নরসিংদী

নরসিংদীর মেঘনা নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল ও ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা–২০২৫।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে আয়োজিত এ প্রতিযোগিতা উপভোগ করতে মেঘনার দুই তীরে হাজার-হাজার মানুষ ঢল নামে।

বাংলার গ্রামীণ সংস্কৃতির এক অপরিহার্য অংশ নৌকা বাইচ—শরৎ-হেমন্তে নদীভিত্তিক এই প্রতিযোগিতা শত বছরের ঐতিহ্য বহন করে চলেছে। গ্রামীণ সমাজে এটি শুধু বিনোদন নয়, বরং মিলনমেলার উৎসব হিসেবেও পরিচিত।

নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে এবং নরসিংদী জেলা পরিষদ, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, নরসিংদী পৌরসভা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ বছরের প্রতিযোগিতায় নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও হবিগঞ্জসহ বিভিন্ন জেলার মোট ১২টি দল অংশ নেয়।

প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার মোহাম্মদ উসমান উল্লাহ নৌদল চ্যাম্পিয়ন এবং হবিগঞ্জ জেলার টঙ্গীঘাট উপজেলার কালা মিয়ার নৌদল রানার্সআপ হয়।

মেঘনা নদীর দুই তীরে জনস্রোত জমে ওঠে এই আয়োজনে। দর্শনার্থীরা ইঞ্জিনচালিত নৌকা, স্পিডবোট, লঞ্চ, ট্রলার ও ছোট নৌকায় করে প্রতিযোগিতা উপভোগ করেন।

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন, নরসিংদীর বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবির, নরসিংদী জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম, নরসিংদী পৌর প্রশাসক মো. মনোয়ার হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (রাজস্ব) মাহমুদা বেগম ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

নৌকা বাইচের এই প্রাণবন্ত আয়োজনে মেঘনা নদী ও তার তীরের গ্রামীণ মানুষ নতুন করে ফিরে পেল তাদের সংস্কৃতির উচ্ছ্বাস ও ঐতিহ্যের অনন্য গর্ব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।