মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোারের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন বিএনপির হাসাডাঙ্গা ওয়ার্ডের প্রয়াত নেতারা—সাবেক সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম শফি, সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম এবং সদস্য আব্দুর রশিদ—কে স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে হাসাডাঙ্গা সরকারি স্কুল মাঠে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
সভাপতিত্ব করেন হাসাডাঙ্গা ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিক, খান শফিয়ার রহমান, চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শাহিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ, কোষাধ্যক্ষ মশিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান ও পৌর ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান।
অনুষ্ঠানের পরে সন্ধ্যায় ফকিররাস্তা বাজারে বিএনপির নেতৃবৃন্দ একটি পথসভা করেন। এরপর ধানের শীর্ষ প্রতীকের প্রতি ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়।

