Nabadhara
ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গাজী এনামুলের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: সন্ত্রাসমুক্ত মনিরামপুর গড়ার অঙ্গীকার

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোর-৫, মনিরামপুর আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাডভোকেট গাজী এনামুল হক বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত জনপদ গড়তে সকল ধর্ম, বর্ণ ও পেশার মানুষের ঐক্য অপরিহার্য। দলীয় দৃষ্টিকোণকে অতিক্রম করে তিনি আর্তমানবতার সেবায় নিজের সর্বস্ব উজাড় করতে চান।

শনিবার সন্ধ্যায় মনিরামপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সভার সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, পরিচালনা করেন সম্পাদক মোতাহার হোসেন।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শুরা সদস্য মাওলানা মহিউল ইসলাম, উপজেলা শাখার আমীর সহকারী অধ্যাপক ফজলুল হক, সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, সহকারি সেক্রেটারি সহকারী অধ্যাপক আহসান হাবিব লিটন, এইচ.এম. শামীম, নায়েবে আমীর মাওলানা লিয়াকত হোসেন প্রমুখ।

সংসদ সদস্য প্রার্থী গাজী এনামুল হক আরও উল্লেখ করেন, উপজেলার ৫ লাখ মানুষের একমাত্র হাসপাতালের বর্তমান অবস্থা নাজুক। নির্বাচিত হলে তিনি সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কার্যকর কর্মপন্থা গ্রহণ করবেন। পাশাপাশি জনগণ নির্বিঘ্নে বসবাস ও চলাচলের জন্য নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।