দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আলহাজ¦ রেজা আহমেদ বাচ্চু মোল্লা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহবান জানিয়েে বলেছন, এদেশের খেটে খাওয়া মানুষ শহীদ জিয়াকে ভালবাসে, খালেদা জিয়াকে ভালবাসে, তারুণ্যের অহংকার তারেক রহমানকে ভালবাসে বলে আজও বাংলার মাটিতে বিএনপি টিকে আছে।
আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন, এই নির্বাচনে আমার নেতা তারেক রহমান যুবক, এদেশের যুবসমাজ ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় বসাবেন। আজ শনিবার বিকেলে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামে গাদন খেলার পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী গাদন খেলার আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
গাদন খেলার পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, আদাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রুস্তম আলী, দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মাহবুবুর রহমান, যুবদল নেতা লিটন জোয়াদ্দার সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.