Nabadhara
ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সখিপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ

শাহীন আহমেদ, শরীয়তপুর প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২৫ ৮:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

শাহীন আহমেদ, শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের সখিপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সখিপুর সরকার কান্দির বাসিন্দা জাকির হোসেন ২২ অক্টোবর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, ওইদিন সকালে আকবর খাঁ, বাদশা খাঁসহ ১৫–২০ জন বেআইনি জনতা সংগঠিত করে জাকির হোসেনের জমিতে প্রবেশ করে টিনের বেড়া ও সিমেন্টের খুঁটি ভেঙে ফেলে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয় এবং প্রায় ২০০টি ফলজ গাছ কেটে ফেলা হয়।

পরে বিকেলে জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে বাধা দিতে গেলে বিবাদীরা তার ওপর হামলা চালিয়ে প্রাণনাশের হুমকি দেয়। স্থানীয়দের হস্তক্ষেপে তারা সেখান থেকে সরে যায়।

অভিযোগকারী জাকির হোসেন বলেন, “আমি জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ওই জমির মালিক ও দখলে আছি। হঠাৎ তারা বেআইনিভাবে এসে আমার বেড়া ও গাছপালা কেটে দিয়েছে। আমি জীবনের নিরাপত্তা নিয়ে আতঙ্কে আছি।”

অভিযুক্ত পক্ষের বাবু খাঁ বলেন, “জমিটি আমাদের পৈত্রিক সম্পত্তি। জাকির হোসেন জোর করে দখল করতে চাইছে। আমরা কোনো ভাঙচুর বা হামলার সঙ্গে জড়িত নই।”

একই এলাকার বাসিন্দা কামাল হোসেন বলেন, “আকবর খা ও বাদশা খা অন্যায়ভাবে আইল ও গাছ কেটে ফেলছে এ জমি নিয়ে মামলা চলমান। বিষয়টি প্রশাসন তদন্ত করে দেখলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।”

সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ বলেন, “অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।