Nabadhara
ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ার খোকসায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা

নাহিদুজ্জামান শয়ন, খোকসা(কুষ্টিয়া) প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২৫ ৮:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

নাহিদুজ্জামান শয়ন, খোকসা(কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসা যুব সংঘ ও পাঠাগার আয়োজিত “উপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে ৪-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে চুয়াডাঙ্গা ফুটবল একাদশ।

এই ফুটবল খেলা খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন। এ সময় উপস্থিত ছিলেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম, খোকসা যুব সংঘ ও পাঠাগারের সভাপতি আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজু খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় চুয়াডাঙ্গা ফুটবল একাদশ ও বিজিএমই মিরপুর (কুষ্টিয়া) একাদশ। নির্ধারিত সময়ের খেলায় দুই দলই আক্রমণ–প্রতিআক্রমণে সমান তালে লড়লেও ফলাফল আসে ২–২ গোলে ড্র। পরে ট্রাইবেকারে চুয়াডাঙ্গা একাদশের খেলোয়াড়রা নিখুঁতভাবে চারটি শটেই গোল করতে সক্ষম হন। অন্যদিকে বিজিএমই মিরপুর একাদশ তিনটি শটের মধ্যে মাত্র একটি গোল করতে পারে।

এতে ট্রাইবেকারের ৪–১ ব্যবধানে জয়ী হয় চুয়াডাঙ্গা ফুটবল একাদশ এবং টুর্নামেন্টে শুভ সূচনা করে তারা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।