Nabadhara
ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরে রান্নাঘর থেকে পিস্তল উদ্ধার, মালিক পলাতক

যশোর প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২৫ ৯:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে অভিযান চালিয়ে রান্নাঘরের মাটির নিচ থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (তারিখ উল্লেখযোগ্য) সন্ধ্যা রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু হাসনাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিহি গ্রামের একটি বাড়িতে অস্ত্র লুকানো আছে—এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে তিনি নিজে উপস্থিত ছিলেন।

 

ওসি বলেন, “তাৎক্ষণিকভাবে পিস্তলটির ধরন নির্ণয় করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি বিদেশি পিস্তল হতে পারে।”

 

এ ঘটনায় অভিযুক্ত শাকিল হোসেন (হুমায়ুন কবিরের ছেলে) পলাতক রয়েছেন। তার মা সখিনা বেগম জানান, “এক সপ্তাহ আগে আমার ছেলে রান্নাঘরে পিস্তলটি পুঁতে রাখে। আমি দেখলেও ভয়ে কিছু বলিনি। শনিবার পুলিশ এসে তা উদ্ধার করে।”

 

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রের বিষয়ে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এলাকাবাসীর অভিযোগ, শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।