Nabadhara
ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসিতে খাতা পুনর্নিরীক্ষণে যশোর বোর্ডে আবেদন ২০ হাজার ৩৯৫ শিক্ষার্থী

যশোর প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২৫ ৯:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

এইচএসসি পরীক্ষার ফলাফলে ‘সন্তুষ্ট হতে না পেরে’ যশোর শিক্ষা বোর্ডে ২০ হাজার ৩৯৫ শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। তারা বিভিন্ন বিষয়ের মোট ৩৬ হাজার ২০৫টি খাতা চ্যালেঞ্জ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মতিন।

 

তিনি জানান, “ফল প্রকাশের ৩০ দিনের মধ্যেই খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের নিয়ম রয়েছে। সে অনুযায়ী আগামী ১৬ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ করা হবে।”

 

বোর্ড সূত্রে জানা গেছে, ফলাফল প্রকাশের পরের দিন থেকে ২৩ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পেরেছে। প্রতিটি পত্রের জন্য ফি নির্ধারণ করা হয় ১৫০ টাকা।

 

প্রফেসর মতিন আরও জানান, “প্রতিবছরই ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ পান। তবে খাতা নতুন করে মূল্যায়ন করা হয় না; শুধুমাত্র উত্তর অনুযায়ী নম্বরগুলো পুনরায় যোগ করে দেখা হয় কোনো ভুল হয়েছে কিনা।”

 

যশোর শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এবার ইংরেজি বিষয়ে খাতা চ্যালেঞ্জের সংখ্যা সবচেয়ে বেশি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।