Nabadhara
ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে জিকে সেচ প্রকল্প চালু ও তিস্তা-গঙ্গার পানির হিসাবের দাবিতে কৃষক খেতমজুর সমিতির সাংবাদিক সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২৫ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

নঈম সুপার মার্কেটের দ্বিতীয় তলায় উপরোক্ত দাবী সমূহের ভিত্তিতে জাতীয় কৃষক খেতমজুর সমিতির ঝিনাইদহ মাগুরা কুষ্টিয়া চুয়াডাঙ্গা জেলার আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক নেতা নজরুল ইসলাম, সাংবাদিক সম্মেলনের প্রশ্ন উত্তর পর্ব সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন কৃষক নেতা তসলিমুর রহমান। আরো উপস্থিত ছিল কৃষক নেতা আলাউদ্দিন ওমর, কাজী শওকত, সাহিদুল এনাম পল্লব, উদয় শংকর বিশ্বাস, সত্য বিশ্বাস, মিজানুর রহমান, সেলিম হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলনে যে সমস্ত দাবী দাওয়া পেশ করা হয় সেগুলো হল।অনতিবিলম্বে জিকে সেচ প্রকল্প চালু পূর্ণাঙ্গ করে, পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। গঙ্গা ও তিস্তা সহ পানির ন্যায্য হিস্যা দিতে হবে। সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের ন্যায় ৬০ উর্ধ্ব কৃষকের পেনশন ভাতা চালু করতে হবে। হাটবাজারে কৃষকের নিকট থেকে ফসল ক্রয় কালে দুই তিন কেজি ঢলকা প্রথা বাতিল করতে হবে। সার-বীজ কীটনাশকসহ কৃষি উপকারের দাম কমাতে হবে।

উৎপাদিত্য কৃষি পণ্যের লাভজনক ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। ক্ষেতমজুরের সারা বছরের কাজ ও ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে। সর্বস্তরের রেশনিং প্রথা চালু করতে হবে। উজানের নদীর সাথে ভাটির নদীর সংযোগ দিতে হবে এবং পানের ন্যায্য মূল্য নিশ্চিত কর বিদেশে পান রপ্তানিতে শুল্ক কমানও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।