Nabadhara
ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে স্ত্রী-সন্তানসহ পরিবারের ছয় সদস্যকে আগুনে পুড়িয়ে দেওয়া মামলার আসামি ফরিদ মিয়া গ্রেফতার

শান্ত বণিক, নরসিংদী
অক্টোবর ২৬, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

শান্ত বণিক, নরসিংদী

নরসিংদীতে মাদকাসক্ত এক ব্যক্তির আগুন দিয়ে স্ত্রী-সন্তানসহ পরিবারের ছয় সদস্যকে অগ্নিদগ্ধ করার ঘটনার প্রধান আসামি ফরিদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রায়পুরা উপজেলার বারৈচা এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।

 

পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর রাত আনুমানিক আড়াইটা নাগাদ নরসিংদী মডেল থানার পশ্চিম ঘোড়াদিয়া এলাকায় ফরিদ মিয়া (৪৫) নিজের বসতঘরে আগুন ধরিয়ে দেন। এতে ঘরে থাকা তার স্ত্রী রিনা বেগম, সন্তান জিহাদ (২৩), ফরহাদ (১২), তাওহীদ (৬), ছেলে আরাফাত (১৪) এবং শালিকা সালমা (৩৫) গুরুতর দগ্ধ হন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

 

ঘটনার পরদিন (২৪ অক্টোবর) নরসিংদী মডেল থানায় ফরিদের বিরুদ্ধে এফআইআর নং-৩৯, ২৪ অক্টোবর ২০২৫, দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়।

 

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশে জেলা পুলিশের একাধিক দল অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা উপজেলার বারৈচা এলাকা থেকে ফরিদ মিয়াকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ফরিদ মিয়ার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার মাসডাইল এলাকায়। তার পিতা মৃত আলী মিয়া ও মাতা মৃত হনুফা। পুলিশের তথ্যমতে, পারিবারিক এই অগ্নিকাণ্ড মামলার পাশাপাশি ফরিদের বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

 

জেলা পুলিশ জানিয়েছে, ফরিদ মিয়াকে আইনের আওতায় আনা হয়েছে। সমাজে এমন নৃশংস পারিবারিক সহিংসতার পুনরাবৃত্তি ঠেকাতে পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।