Nabadhara
ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

লিয়াকত আলী খান, নোয়াখালী
অক্টোবর ২৬, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

লিয়াকত আলী খান, নোয়াখালী

নোয়াখালীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী, এক মোটরসাইকেল চালক ও এক পথচারীসহ ৩ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শনিবার (২৫ অক্টোবর) রাত ও রোববার (২৬ অক্টোবর) ভোররাতে মাইজদী ও সোনাইমুড়ী উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোররাতে সৌদি আরব থেকে ওমরা হজ পালন শেষে দেশে ফেরা ব্যবসায়ী আবুল কালাম আজাদ (৪৫) মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। তিনি সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরদরবেশ গ্রামের বাসিন্দা।

 

আজাদ স্ত্রী, মা ও ভাতিজাকে সঙ্গে নিয়ে মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন। ভোররাতে মাইক্রোবাসটি চৌমুহনী-সোনাপুর আঞ্চলিক মহাসড়কের মাইজদী টিভি সেন্টার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা সকালে দুর্ঘটনাটি টের পেয়ে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।

 

অন্যদিকে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বজরা আফানিয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন দুইজন।

 

নিহতরা হলেন— সোনাইমুড়ী উপজেলার কোটবাড়িয়া গ্রামের মোটরসাইকেল চালক মো. মামুন (৩০) এবং বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের পথচারী শমসের সাহা (৫৫)।

 

পুলিশ জানায়, সিএনজি থেকে নেমে বাড়ির পথে হাঁটছিলেন শমসের সাহা। এসময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে চালক মামুনসহ দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

 

নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানান, নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

নোয়াখালী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “দুটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। পৃথক ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।