রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
‘সত্যকে হাতিয়ার, ন্যায়কে পতাকা’— এই বিশ্বাসকে সঙ্গে নিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রতিনিধিদের প্রাণবন্ত সমাবেশে মুখরিত হলো দৈনিক পূর্বাঞ্চল-এর ইকবালনগরস্থ ডায়ালগ সেন্টার। শনিবার অনুষ্ঠিত এই প্রতিনিধি সম্মেলন যেন ছিল সাংবাদিকতার আদর্শ ও পেশাগত দায়বদ্ধতার এক মিলনমেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বাঞ্চল-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি ও ডেইলি ট্রিবিউন সম্পাদক বেগম ফেরদৌসী আলী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী সানি। সভাপতিত্ব করেন মফস্বল সম্পাদক আসিফ আলতাফ।
এছাড়া নির্বাহী সম্পাদক আহমদ আলী খান, বার্তা সম্পাদক অমিয় কান্তি পাল, সহকারী সম্পাদক এস এম আতিয়ার রহমান, চিফ রিপোর্টার মো. সাহেব আলী, পরিকল্পনা সম্পাদক ফারুক আহমেদ, সিনিয়র রিপোর্টার হাসান হিমালয়, ফটো সাংবাদিক আনোয়ারুল ইসলাম কাজল ও এম এ হাসান, স্টাফ রিপোর্টার দিলীপ বর্মন এবং চিফ বিজ্ঞাপন বিল কালেক্টর শেখ উজ্জল রহমান উপস্থিত ছিলেন।
সাংবাদিকতার নৈতিকতা, সততা ও পেশাগত দায়িত্ববোধ নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন দৈনিক কালের কণ্ঠ-এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন। পূর্বাঞ্চল মিডিয়া অনলাইন-এর সম্ভাবনা ও কনটেন্ট উন্নয়ন নিয়ে মতামত দেন স্টাফ রিপোর্টার সোহেল মাহমুদ।
বেগম ফেরদৌসী আলী বলেন, “সত্য প্রকাশের শক্তিই সংবাদপত্রের প্রকৃত ক্ষমতা। পূর্বাঞ্চল জনগণের বিশ্বাস অর্জন করেছে কারণ এটি সত্যকে বিকৃত করে না, বরং তুলে ধরে মানুষের মনের ভাষা।”
তিনি আরও বলেন,“একটি সংবাদ সমাজকে বদলাতে পারে, আবার ভুল সংবাদ সমাজে বিভ্রান্তিও ছড়াতে পারে। তাই সাংবাদিকদের দায়িত্ব শুধু তথ্য দেয়া নয়, সেটিকে যাচাই ও সংযমের সঙ্গে পরিবেশন করা।”
সম্পাদক মোহাম্মদ আলী সানি বলেন, “গণমাধ্যমের প্রতিযোগিতা এখন গতিতে, কিন্তু পূর্বাঞ্চল প্রতিযোগিতা করছে বিশ্বাসে। এই পত্রিকা কোনো দলের মুখপত্র নয়— এটি জনমানুষের প্রতিচ্ছবি, গণআস্থার প্রতীক।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রের বিকাশ ও সমাজ নির্মাণে সাংবাদিকতার ভূমিকা অপরিসীম। তাই আমাদের প্রতিটি প্রতিবেদককে সততা, বস্তুনিষ্ঠতা ও দায়বদ্ধতার পথে অটল থাকতে হবে।”
তিনি সতর্ক করে বলেন, “আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিভ্রান্তিকর তথ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবের বিরুদ্ধে লড়াই করতে হলে সাংবাদিকদের হতে হবে আরও সচেতন ও তথ্যনির্ভর।”
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও নড়াইলের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। সম্মেলনের শেষে প্রয়াত সম্পাদক আলহাজ লিয়াকত আলীসহ সকল প্রয়াত সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এই প্রতিনিধি সম্মেলন যেন মনে করিয়ে দিল— সংবাদ কেবল তথ্য নয়, এটি এক প্রকার দায়িত্ব, যা সমাজকে আলোকিত করে, মানুষকে সত্যের পথে ফিরিয়ে আনে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.