Nabadhara
ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

উপানন্দ দাড়িয়া হাজী শরীয়তউল্লাহ কলেজে তিন দশকের শিক্ষকতা শেষে বিদায় সংবর্ধনা

শাহীন আহমেদ, শরিয়তপুর প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শাহীন আহমেদ, শরিয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের হাজী শরীয়তউল্লাহ কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব উপানন্দ দাড়িয়া অবসর গ্রহণ উপলক্ষে রবিবার (২৬ অক্টোবর) সকালপ এক আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। দীর্ঘ ৩০ বছরের শিক্ষকতা জীবন শেষে তিনি আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো: খোরশেদ আলম ভূইয়া।
সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক চন্দ্র টিকাদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি জনাব মনজুরুল ইসলাম সরদার।অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির পক্ষ থেকে উপানন্দ দাড়িয়াকে সম্মাননা স্মারকসহ এককালীন নগদ অর্থ প্রদান করা হয়।

শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকের প্রতি ফুল, শুভেচ্ছা ও চোখের জল মিশ্রিত ভালোবাসা জানায়। অনেক শিক্ষার্থী আবেগে বলছিলেন, “স্যার, আপনি শুধু আমাদের শিক্ষক নন, একজন পথপ্রদর্শক ও অভিভাবক। আপনার মতো শিক্ষক পাওয়া আমাদের জীবনের গর্ব।”

উপানন্দ দাড়িয়া তার বক্তব্যে বলেন,
এই কলেজই আমার দ্বিতীয় পরিবার। তিন দশক ধরে আমি শিক্ষার্থীদের মাঝে জ্ঞান বিতরণের চেষ্টা করেছি। আজ বিদায়ের ক্ষণে সবার ভালোবাসা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। আমি কলেজের অগ্রগতি ও শিক্ষার্থীদের সাফল্য কামনা করি।”

সভাপতি অশোক চন্দ্র টিকাদার বলেন,
“উপানন্দ স্যার শুধু একজন শিক্ষকই নন, তিনি আমাদের জন্য এক অনুপ্রেরণা। তাঁর সততা, নিষ্ঠা ও কর্মনিষ্ঠা আমাদের সকলের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”

প্রধান অতিথি জনাব মনজুরুল ইসলাম সরদার বলেন,“হাজী শরীয়তউল্লাহ কলেজের শিক্ষাক্ষেত্রে উপানন্দ দাড়িয়ার অবদান অনস্বীকার্য। তিনি যে মানের শিক্ষকতা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষকদের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে।”

অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থী, সহকর্মী ও অতিথিদের অংশগ্রহণে এক আবেগময় পরিবেশ সৃষ্টি হয়। উপানন্দ দাড়িয়া কলেজ পরিবারকে বিদায় জানিয়ে বলেন,
“তোমাদের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।