বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন বছর বয়সী এক শিশু নিহত ও তার মা আহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর ২০২৫) দুপুর সাড়ে ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম লুসাইফা (৩)। তিনি বরিশালের উজিরপুর উপজেলার মশাং গ্রামের আব্দুর রাজ্জাকের কন্যা। আহত তার মা ফাহিমা বেগম (৩২) বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার সময় তাদের সঙ্গে থাকা শিশুটির নানী অল্পের জন্য বেঁচে যান।
স্থানীয় সূত্র জানায়, ফাহিমা বেগম তার মা ও শিশু লুসাইফাকে নিয়ে মাহেন্দ্রা যোগে উজিরপুর থেকে বরিশাল যাচ্ছিলেন। পথে বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাহেন্দ্রাটি যাত্রীছাউনিতে ধাক্কা দিলে তা উল্টে যায়। এতে তিনজনই আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে পৌঁছালে চিকিৎসক লুসাইফাকে মৃত ঘোষণা করেন। আহত ফাহিমা বেগম আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান। এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা নিরাপদ সড়কের দাবি জানিয়ে বলেন, রহমতপুর এলাকায় যানবাহনের বেপরোয়া গতি ও যথাযথ নজরদারির অভাবে দুর্ঘটনা বাড়ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.