মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের লাইসেন্স বহাল রাখা ও টি.ও. লাইসেন্স রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলার প্রায় তিন শতাধিক খুচরা সার ডিলার অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল বারী দুদু, সহ-সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক আব্দুল বাশার মণ্ডল।
বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার সার বিপণনের বিদ্যমান ২০০৯ সালের নীতিমালা পরিবর্তন করে নতুন সার নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত নীতিমালায় খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের প্রস্তাব রাখা হয়েছে, যা সারাদেশের প্রায় ৪৫ হাজার খুচরা সার বিক্রেতাকে বিপদের মুখে ফেলবে।
তারা আরও বলেন, দেশের কৃষি উৎপাদন টেকসই রাখতে খুচরা বিক্রেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই নতুন সার নীতিমালা প্রণয়নের সময় তাদের স্বার্থ রক্ষা করে বিদ্যমান লাইসেন্স বহাল রাখার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনের নেতৃবৃন্দ।

