পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলায় ট্রেনের ধাক্কায় সৈকত চন্দ্র দে (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে ঘোড়াশাল রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সৈকত ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের উত্তম কুমার দে’র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সৈকত এক বছর আগে প্রাণ আরএফএল কোম্পানির চাকরি ছেড়ে দেন। এরপর থেকে তিনি বেকার ছিলেন। সকালে তিনি ঘোড়াশালের সান হেলথ কেয়ার হাসপাতালে চাকরির ইন্টারভিউ দিতে যান। ইন্টারভিউ শেষে বাসায় ফেরার পথে অন্যমনস্ক অবস্থায় রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এসময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভ্র ঘোষ জানান, হাসপাতালে আনার আগেই সৈকতের মৃত্যু হয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম বলেন, “সৈকত অন্যমনস্ক হয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.