মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে ভিডিও কলে স্বামীর সামনে আগাছা নাশক (Weedi Cide) ওষুধ পান করে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুর ২টায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম পিয়াসী (২০)। তিনি উপজেলার কামারগ্রামের সজীব শেখের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, সজীব শেখ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরিরত ছিলেন। শুক্রবার পিয়াসী মোবাইল ফোনে স্বামী সজীবের সঙ্গে ভিডিও কলে কথা বলার একপর্যায়ে আগাছা নাশক ওষুধ পান করেন।
পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পিয়াসীর শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠান। গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইদিন পরে তিনি মারা যান।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, এবিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.