গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে গলায় ওড়না পেঁচিয়ে আছিয়া আক্তার (১৩) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। খবরপেয়ে মরদেহ উদ্ধার করে রোববার সকালে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত আছিয়া উপজেলার কালনা গ্রামের জামাল আকনের মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে নিজঘরে গলায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় আছিয়া নামের ওই কিশোরী। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডা. মুনীম জানিয়েছেন, ওই কিশোরীকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।
তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানিয়েছেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.