সাতক্ষীরা প্রতিনিধ
সাতক্ষীরায় ইজিবাইক দুর্ঘটনায় আহত ইমাম একরামুল হোসেন মারা গেছেন। শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার
(২৬-অক্টোবর) সকালে তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে, শনিবার দুপুরে সদর উপজেলার ভাড়ুখালি থেকে সাতক্ষীরায় আসার পথে আলিপুর ঢালীপাড়ার শফির বাঁশতলা এলাকায় তিনি ইজিবাইক দুর্ঘটনার শিকার হন।
নিহত ইমাম মো: একরামুল হোসেন সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালি গ্রামের মো: আব্দুল বারীর ছেলে।
তিনি ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক কুরআন শিক্ষকের পাশাপাশি ভাঁড়ুখালি মসজিদের ইমামতি করতেন বলে নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন।
সাতক্ষীরার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.