Nabadhara
ঢাকাবুধবার , ১৮ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে ৩ যুবককে কারাদন্ড

MEHADI HASAN
আগস্ট ১৮, ২০২১ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,চিতলমারী : 

বাগেরহাটের চিতলমারীতে ইয়াবা,গাঁজা মাদকদ্রব্য সেবেনের সরঞ্জামাদিসহ ৩ জুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারদন্ড দিয়েছেন। গতকাল বুধবর দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট জান্নাতুল আফরোজ স্বর্ণা এ দন্ডাদেশ প্রদান করেন।সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতেৃত্বে এদেরকে আটক করে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখর্জী সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা চিতলমারী সহকারী কমিশনার (ভূমি) যৌথ ভাবে উপজেলার খাসেরহাট ও কালিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে খাসেরহাট বাজার থেকে ভজন বিশ্বাসকে ১৮ পিচ ইয়াবা, কালিগঞ্জ একপিচ ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ সাইফুল ইসলামকে ও ৫গ্রাম গাাঁজাসহ মিজান বাওয়ালিকে আটক করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা জানান, মাদক সেবন ও সংরক্ষনের অভিযোগে ভজন বিশ্বাসকে একবছরের ও এক হাজার টাকা জরিমানা, সাইফুল ইসলামকে ৮মাসের ও একহাজার টাকা জরিমানা এবং মিজান বাওয়ালীকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।