Nabadhara
ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বুধহাটা বাজারে ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি বন্ধ হচ্ছে না

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
অক্টোবর ২৬, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে অবাধে বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ ও চিকিৎসক স্যাম্পল ওষুধ। ফলে রোগীদের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। একাধিকবার প্রশাসনের অভিযান ও জরিমানার পরও বন্ধ হয়নি এই অনিয়মের ব্যবসা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধহাটা বাজারের কয়েকটি ফার্মেসীতে দীর্ঘদিন ধরেই মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগ রয়েছে। এ নিয়ে রোগী ও ক্রেতাদের সঙ্গে একাধিকবার ফার্মেসি মালিকদের তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনাও ঘটেছে। এমনকি মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও ওষুধ জব্দ করা হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন আসেনি।

 

রবিবার বাজারের স্থানীয় চিকিৎসক আব্দুল হামিদ ‘রেনোভিট’ নামের একটি ইনজেকশন স্থানীয় এক ফার্মেসি থেকে ক্রয় করেন। রোগীকে ইনজেকশন পুশ করার আগে মেয়াদ যাচাই করতে গিয়ে তিনি দেখতে পান, ইনজেকশনটির উৎপাদনের তারিখ ডিসেম্বর ২০২২ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ ডিসেম্বর ২০২৪ হলেও ওষুধটি বাস্তবে ডিসেম্বর ২০২৪ নয়, ইতোমধ্যেই মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। অর্থাৎ প্রায় ১০ মাস আগে এর মেয়াদ শেষ হয়েছে।

 

চিকিৎসক জানান, “এভাবে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা রোগীর জীবনের সঙ্গে সরাসরি খেলা। এমন অনিয়ম চলতে থাকলে যে কোনো সময় বড় বিপর্যয় ঘটতে পারে।”

 

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, “বুধহাটা বাজারে কিছু অসাধু ব্যবসায়ী রোগীদের অজ্ঞতার সুযোগ নিয়ে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি করছে। আমরা প্রশাসনের কঠোর পদক্ষেপ চাই।”

 

এ বিষয়ে আশাশুনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত অভিযান পরিচালনা ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।