Nabadhara
ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার নড়াইল
অক্টোবর ২৬, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার বারইপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে মুনতাহা নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬অক্টোবর) বিকালে উপজেলার নলদী ইউনিয়নের বারইপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মুনতাহা বারইপাড়া গ্রামের সৌদি প্রবাসী ইমরুল মোল্যার মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার বিকালে বাড়ির উঠানে খেলা করছিল শিশু মুনতাহা,এসময় তার মা ান্য কাজে ব্যস্ত ছিলেন। কিছুসময় পর তার মা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এরপরে পরিবারের অন্য সদস্যরাও তাকে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুরে মুনতাহা কে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করা হয়। পরে পরিবারের লোকজন তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ভাষিকা মিফতাহুল ফাইকা বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। তবে শিশুটি কে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বারইপাড়া গ্রামে মুনতাহা নামে দেড় বছর বয়সি এক শিশু পুকুরে পড়ে মৃত্যু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।