শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী শেরে বাংলা ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নের করণীয় বিষয় এবং আসন্ন ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থীদের শতভাগ পাস নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শেরে বাংলা ডিগ্রি কলেজের আয়োজনে রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি আক্কাজ আলী, সহকারী অধ্যাপক শেখ মঈনুদ্দীন, হুমায়ুন কবির প্রিন্স, খায়রুল ইসলাম, প্রভাষক উত্তম কুমার দাস, তাহরিন অনন্যা, শাহজামাল শেখ, শিক্ষার্থী অভিভাবক ও প্রধান শিক্ষক রঞ্জন কুমার বাড়ৈসহ অন্যান্য অভিভাবকবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

