শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার
দৈনিক পূর্বাঞ্চল দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বাধিক প্রচারিত সংবাদপত্র। এটি কোনো রাজনৈতিক দলের মুখপত্র নয়— পূর্বাঞ্চল হলো গণমানুষের পত্রিকা। এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে সাংবাদিকতা নীতিমালা, ভবিষ্যৎ পরিকল্পনা, পত্রিকার আদর্শ, নৈতিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।
গতকাল শনিবার (২৫ অক্টোবর) খুলনার ইকবালনগর পূর্বাঞ্চল ডায়ালগ সেন্টারে অনুষ্ঠিত হয় দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার প্রতিনিধি সম্মেলন।
সভায় সভাপতিত্ব করেন পত্রিকার মফস্বল সম্পাদক অধ্যক্ষ আসিব আলতাফ। প্রধান অতিথি ছিলেন সম্পাদকমণ্ডলীর সভাপতি ও দৈনিক ট্রিবিউন সম্পাদক বেগম ফেরদৌসী আলী। সম্মানিত অতিথি ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী সানি।
এ সময় আরও বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক আহম্মেদ আলী খান, বার্তা সম্পাদক অমিও কান্তি পাল, সহকারী সম্পাদক এস. এম. আতিয়ার রহমান, চিফ রিপোর্টার সাহেব আলী, পরিকল্পনা সম্পাদক ফারুক আহমেদ, সিনিয়র স্টাফ রিপোর্টার হাসান হিমালয় ও ফটো সাংবাদিক আনোয়ারুল ইসলাম কাজল। সাংবাদিকতা কলা-কৌশল নিয়ে আলোচনা করেন দৈনিক কালের কণ্ঠ খুলনা ব্যুরো প্রধান ও পূর্বাঞ্চল-এর নগর সম্পাদক এইচ. এম. আলাউদ্দিন।
প্রধান অতিথি বেগম ফেরদৌসী আলী বলেন, “বর্তমান সমাজে সংবাদপত্রের সবচেয়ে বড় শক্তি হলো জনগণের বিশ্বাস। সেই বিশ্বাস ধরে রাখতে সাংবাদিকদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে। দৈনিক পূর্বাঞ্চল যে দৃঢ়ভাবে এই আস্থা ধরে রেখেছে, সেটাই আজ পত্রিকাকে গণমানুষের আস্থা অর্জনে সাহায্য করেছে। সত্য সংবাদ পরিবেশন যেমন সাহসের কাজ, তেমনি এটি একটি দায়িত্বের বিষয়। কোনো সংবাদ যেন মানুষের ক্ষতি না করে বা বিভ্রান্তি না ছড়ায়— সেটি নিশ্চিত করাই প্রকৃত সাংবাদিকতার চূড়ান্ত লক্ষ্য।”
সম্পাদক মোহাম্মদ আলী সানি তাঁর বক্তব্যে বলেন,“দেশের গণমাধ্যমে এখন প্রতিযোগিতা চলছে— কে আগে সংবাদ দেবে। কিন্তু পূর্বাঞ্চল এখনো বিশ্বাসযোগ্যতার প্রতিযোগিতায় শীর্ষে। এই পত্রিকা কোনো দলের মুখপত্র নয়, এটি গণমানুষের কণ্ঠস্বর। আমাদের প্রতিনিধিরা মাঠ পর্যায়ে যে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করছেন, তা সত্যিই প্রশংসনীয়। পূর্বাঞ্চল সবসময় জনস্বার্থকে অগ্রাধিকার দেয়। বর্তমান সময়ে বড় চ্যালেঞ্জ হলো ভুয়া তথ্য বা গুজব— যা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা ছড়ায়। তাই প্রতিটি প্রতিনিধি যেন তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশ না করে, সেটি অবশ্যই নিশ্চিত করতে হবে।”
সম্মেলনে বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, নড়াইল, মাগুরা ও যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রতিনিধিরা মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.