বাকেরগঞ্জ (বরিশাল)প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ-বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গণসমাবেশে অংশ নিতে হাজারো মানুষের ঢল নামে ২৬ অক্টোবর রবিবার বিকাল ৩ টায় বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই)। উপজেলা সভাপতি নাসির উদ্দিন রোকন ডাকুয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের ঝালকাঠি-২ (নলছিটি-ঝালকাঠি সদর) আসনের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম, ওলামা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বাকেরগঞ্জ আসনের প্রার্থী মাওলানা মাহামুদুন্নবী তালুকদার, এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফিরোজ আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মুফতি ফয়জুল করিম বলেন, “দেশ স্বাধীন হওয়ার পরেও জনগণ তাদের ন্যায্য অধিকার পায়নি। শোষণ, নির্যাতন, এখনো চাঁদাবাজি ও দখলবাজির শিকার হচ্ছে মানুষ। নারীদের নিরাপত্তা নেই, আইনের শাসন নেই। তাই মানুষ এখন ইসলামী নেতৃত্বকে ক্ষমতায় দেখতে চায়।”
তিনি আরও বলেন, নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচন ব্যবস্থা চালুর দাবি জানিয়ে তিনি বলেন, “পিআর পদ্ধতি ছাড়া দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়; একে উপেক্ষা করলে স্বৈরাচারের পুনরাবৃত্তি হবে।”
বিশেষ অতিথি জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা মাহামুদুন্নবী তালুকদার বলেন, ”দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর আগে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে কেবল নেতাদের; তারা ক্ষমতায় গিয়ে লুটপাট, দখলবাজি, চাঁদাবাজিতে জড়িয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, অথচ সাধারণ মানুষ দারিদ্র্যসীমার নিচে খাদ্য ও বস্ত্র হীন দিন কাটাচ্ছে। গণসমাবেশে ইসলামী আন্দোলন ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.